,

মাধবপুরে ১ হাজার ৫৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে ১ হাজার ৫৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ জানান, রোববার ভোররাতে তেলিয়াপাড়া বিওপির সুবেদার মো. গোলাম সরোয়ারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত চা পাতার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এদিকে মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ছাতিয়াইন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জসিম মিয়া (২৮) ও উপজেলার নিজনগর গ্রামের আব্দুল মমিনের ছেলে সানাউল হক নিরু (৩০)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, জসিমকে রবিবার দুপুরে ছাতিয়াইন এলাকা থেকে ও নিরুকে রবিবার ভোররাতে তার নিজনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ওদিকে মাধবপুর উপজেলার কমলপুর এলাকা থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোররাতে হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লিখিত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ পিস ইয়াবা উদ্ধার করে। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর