,

নবীগঞ্জে প্রেমের টানে পালিয়ে গিয়ে প্রেমিক যুগলের বিয়ে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাঁশডর গ্রামের কুতুব উদ্দিনের পুত্র মোঃ রাব্বি মিয়া ও একই গ্রামের মোঃ আবুল কাশেমের মেয়ে ইফফাতুল তাবাসুম জুলফার মধ্যে প্রায় ২ বছর ধরে গভীর প্রেম ও ভালবাসা চলছে আসছিলো। তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবারের মধ্যে জানাজানি হলে রাব্বির পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয় জুলফার পিতার নিকট। জুলফার পিতা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ প্রায় ২ বছরের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে জুলফা ও রাব্বি গত ১৩ আগস্ট বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিক যুগল। সূত্রে জানা যায়, পরে গত ১৫ আগস্ট ৩ লক্ষ টাকার দেন মোহর (কাবিন) এর মাধ্যেমে হবিগঞ্জ কোর্টে (এফিডেভিড) করে প্রেমিক রাব্বি ও প্রেমিকা জুলফার বিয়ে সম্পন্ন হয়েছে। রাব্বির পক্ষে এ প্রতিনিধির সাথে আলাপকালে তারা জানান ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে জুলফার পিতা আবুল কাশেম রাব্বি ও তাঁর আত্মীয়স্বজনসহ ২৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তারা আরও জানান মেয়ের বিয়েকে মেনে না নিয়ে মেয়ের প্রেমিকসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন আবুল কাশেম। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর