,

চুনারুঘাটে ডেঙ্গু জ্বরে এক বাবুর্চির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আবুল কালাম চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপির গদিশাল গ্রামের মফিজ উল্ল্যার ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদন হাসনাত চৌধুরী সনজু বলেন, আবুল কালামের মরদেহ বাড়িতে পৌঁছার পর জানাজা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। চুনারুঘাটের ইউএনও মঈন উদ্দিন ইকবাল জানান, এক সপ্তাহ আগে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে বাবুর্চি আবুল কালামের ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ শাহাদৎ হোসেন হাজরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।


     এই বিভাগের আরো খবর