,

নবীগঞ্জে খাদ্য গুদামের সামনে রাতে ধানভর্তি ৬টি ট্রাক ॥ জনমনে রহস্যের সৃষ্টি!

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে খাদ্য গুদামের সামনে রাতে ধানভর্তি ৬টি ট্রাক দাড়িয়ে থাকায় স্থানীয় লোকজনের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। এসময় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে খাদ্য গুদামে ধানভর্তি ট্রাক থেকে ধান নামানোর কাজে নিয়োজিত লোকজন ও গাড়ী চালক তারাহুরা করে সটকে পড়ে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার খাদ্য গুদামের সামনে ধান ভর্তি ৬টি ট্রাক রহস্য জনকভাবে দাড় করিয়ে রাখা হয়েছে। উল্লেখিত ট্রাক গুলোতে প্রায় ২০/২২ টন ধান মজুদ ছিল বলে ধারণা করা হয়। সংবাদকর্মীদের উপস্থিতি দেখে ট্রাক থেকে ১০/১২টি ধানভর্তি বস্তা নামানোর পর সটকে পড়ে সংশ্লিষ্ট লোকজন। এ সময় ট্রাকের কোন ড্রাইভার বা ধানের প্রকৃত কৃষককে পাওয়া যায়নি। ট্রাকভর্তি ধান লাইনে দাড় করিয়ে রাখায় জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ন্যায্য মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। সরকার কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫শ ৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া দ্বিতীয় ধাপে উপজেলায় ৯৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম ধাপে নবীগঞ্জ উপজেলায় সরকারি ধান-চাল সংগ্রহে ইউনিয়ন কৃষি উপ-সহকারী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক তৈরিকৃত তালিকায় মৃত ব্যক্তির নাম, স্বজনপ্রীতি, একই পরিবারে একাধিক নাম সহ বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠায় নবীগঞ্জের ইউওনওকে ধান সংগ্রহ কার্যক্রম সাময়িক স্থগিত এবং তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে নির্দেশ প্রদান করেন। এরই আলোকে ধান সংগ্রহে অনিয়ম খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আনিত অভিযোগের সত্যতা পান তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী। ধান ভর্তি ৬টি ট্রাকের ব্যাপারে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অলক বৈষ্ণ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ সকাল ১১টায় এমপি শাহনওয়াজ মিলাদ গাজী ধান ক্রয়ের উদ্বোধন করবেন তাই কৃষকরা সিরিয়েল নেওয়ার জন্য ধানভর্তি ট্রাক দাড় করিয়ে রাখতে পারে। খাদ্য গুদামের সামনে রাতে ধান ভর্তি ৬টি ট্রাক দাঁড়ানোর কারণে জনমনে রহস্য ধ্রুমজাল সৃষ্টি করে। অপর একটি সুত্রে জানা যায়, গভীর রাতে আরো ২টি ট্রাক খাদ্য গুদামের সামনে অবস্থান করে।


     এই বিভাগের আরো খবর