,

নবীগঞ্জে খাদ্য গুদাম ক্ষমতাসীনদের দখলে ধান দিতে পারছেন না প্রকৃত কৃষকরা, শ্রমিকলীগ ও যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

মোঃ সেলিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা সরকারী খাদ্য গুদাম ক্ষমতাসীন দলের একটি অংশ কব্জা করে রাখায় প্রকৃত কৃষকরা তাদের ধান ও গম গুদামে দিতে পারছেনা। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে পড়েছে চরম বিপাকে। গতকাল রবিবার ২য় ধাপের ৯শ ৩৭ মে. টন ধান ক্রয়ের উদ্ভোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ দেওয়ান মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। উদ্ভোধন শেষে সাংসদ মিলাদ গাজীর অনুপস্থিতিতে উপজেলা চেয়ারম্যানের অনুসারী যুবলীগ নেতা হুসাইন আহমদ এমপি মিলাদ গাজীকে নিয়ে কটুক্তি করলে তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দাল করিম। এবিষয়টিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানাযায়, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সংখক নেতাকর্মীর সিন্ডিকের ফলে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল ক্রয়ের কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। সরকারী দলের নেতারা প্রভাব বিস্থার করে প্রকাশ্যে গুদামে ধান ঢুকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই চক্রটি নির্বাচিত কৃষকের নামে ধান গুদামে ঢুকালেও সংশ্লিষ্ট কৃষি কার্ডধারী কৃষকরা কিছুই জানেননা। সূত্রে জানা যায়, সিন্ডিকের মাধ্যমে খাদ্য গুদামের কর্মকর্তা কৃষকদের কাছ থেকে টন প্রতি টাকা নিচ্ছেন। চাহিদা মতো টাকা না দেয়ায় নানা অজুহাতে কৃষকদের ধান ফিরিয়ে দেয়া হচ্ছে। আবার অনেক কৃষকের ধান দিনের পর দিন গুদাম এলাকায় মাপের অজুহাতে জমা পড়ে আছে। সিন্ডিকেট ও প্রভাবশালী নেতাদের মাধ্যমে ধান ক্রয় চলছে। এতে করে প্রকৃত কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। কৃষককে ধানের ন্যায্যমূল্য দেওয়ার সরকারী উদ্যোগ ভেস্তে যাচ্ছে। এব্যপারে কৃষকদের সাথে আলাপ করলে, তারা বলেন দেওয়ান মিলাদ গাজী এমপি’র অনুসারী কিছু ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের অনুসারী কিছু যুবলীগ নেতার সিন্ডিকেটের কারনে আমরা খাদ্য গুদামে ধান দিতে পারছি না। যার ফলে অনেক কার্ডধারী কৃষকও চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এব্যপারে কৃষকরা এমপি মিলাদ গাজী ও উপজেলা চেয়ারম্যানে হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে খাদ্য গুদামের কর্মকর্তা অলক বৈষ্ণ’র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিব করেননি। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে খাদ্য গুদামের সামনে ধানভর্তি ৮/১০টি ট্রাক রাখা হয়েছিল। এনিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।


     এই বিভাগের আরো খবর