,

নবীগঞ্জে জাতীয় পতাকা বিতরণ উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

জেলার ১৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দিবেন ডিসি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জাতীয় পতাকা বিতরণ উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ-এর উদ্যোগে জেলার ১ হাজার ৪৪০টি শিক্ষা পতিষ্ঠানকে জাতীয় পতাকা উপহার দেওয়া হবে। আগামী ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলার ৯টি উপজেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করা হবে। পতাকা উৎসবকে সফল করতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। নেজারত ডেপুটি কালেক্টর তাছলিমা শিরিন মুক্তা জানান, ওইদিন জেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হবে। একই সময়ে একযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ পতাকা হস্তান্তর করবেন। প্রতিটি পতাকার সাইজ ও রং একই থাকবে। পতাকার দৈর্ঘ্য হবে ৫ ফুট এবং প্রস্থ ৩ ফুট। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে, এই পতাকা উত্তোলনের জন্য তারা ১০ ফুট উচ্চতার একটি এস এস পাইপ ক্রয় করতে এবং পতাকা উত্তোলনের জন্য প্রতিষ্ঠানের সামনে একটি বেদী তৈরি করতে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারগণ বিষয়টি তদারকি করে প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেন, প্রায় সময়ই দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইচ্ছামত আকার এবং যথাযথ রং ব্যবহার করা হয় না পতাকায়। অনেক প্রতিষ্ঠানে বিবর্ণ এবং ছেড়া পতাকাও উত্তোলন করা হয়। নির্দিষ্ট কোন বেদীতে না উত্তোলন করে একটি বাঁশের মাঝে লাগিয়ে যেনতেন ভাবে পতাকা উত্তোলন করা হয়। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই রং এবং একই আকারের পতাকা উত্তোলন নিশ্চিত করতে এই পতাকা বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই পতাকা আমাদের গর্ব ও অহংকার। নতুন প্রজন্মকে পতাকার বিষয়ে যথাযথ শিক্ষা দেয়াও এই কর্মসূচীর উদ্দেশ্য।


     এই বিভাগের আরো খবর