,

নবীগঞ্জে হামলায় একই পরিবারের আহত ৫, গুরুতর আহত অবস্থায় ১ জনকে সিলেট প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে মধ্যরাতে প্রতিপক্ষের লোকজন কর্তৃক লুটপাট ও হামলায় ঘরের গৃহকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র রহমত মিয়ার সাথে বিভিন্ন বিষয়াদী নিয়ে একই গ্রামের মৃত কাছুম আলীর পুত্র ফজলু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমা চলে আসছে। ফজলু মিয়ার পরিবার জানায়, বুধবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে রহমতের নেতৃত্বে একদল লোক দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্র নিয়ে ফজলু মিয়ার গোয়াল ঘরে ডুকে জানালা দিয়ে ফজলু মিয়ার ঘরে প্রবেশ করে। এ সময় প্রায় আধাঘন্টা ব্যাপী তা-ব চালায় রহমত মিয়ার লোকজন। তখন ফজলু মিয়াকে ঘুমন্ত অবস্থায় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রহমতের লোকজন। তখন পরিবারের অন্যান্য লোকজন শব্দশুনে ওই কক্ষে ফজলু মিয়াকে বাচাঁতে আসলে ফজলু মিয়ার ভাই নজরুল মিয়া (১৮), বোন জুমি আক্তার (২০), রুবি বেগম (২৪), মা আনোয়ারা বেগম (৬৫) কে আহত হয়। ওই সময় ফজলু মিয়া আত্মরক্ষায় চিৎকার চেচামেচি করে পালিয়ে বাড়ির পাশ্ববর্তী খাল অতিক্রম করে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই সময় রহমতসহ তাঁর লোকজন ঘরের থাকা আসাবাবপত্র ভাংচুর করে এবং প্রায় আড়াই ভরি স্বর্ণ, নগদ ৭৫ হাজার টাকা, দুটি স্মাট মোবাইলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সাথে সাথে ৯৯৯ ফোন করলে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ ও এসআই ফখরুজ্জামান নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত ফজলু মিয়াকে পুলিশের সহযোগীতায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান বলেন, পূর্ব বিরোধীদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি, আহত ফজলু সিলেটে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


     এই বিভাগের আরো খবর