,

হবিগঞ্জে হাঁস-মোরগ বিক্রেতা ফিরে পেলেন তার বেদখলীয় ভূমি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর গ্রামের বশত বাড়ি, জমি জোর দখল কেন্দ্র দুইপক্ষের বিরোধ নিস্পত্তি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর গ্রামের পরিচিত মুখ মহিলা হাঁস মোরগ বিক্রেতা রাজিয়া খাতুন গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ফটিক মিয়া গংদের বশত বাড়ি ও জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগকারী রাজিয়া খাতুন ওই গ্রামের জাহির মিয়ার স্ত্রী। সম্প্রতি রাজিয়া খাতুন হবিগঞ্জের পুলিশ সুপারের বরাবর এ বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার এ বিষয়টি নিস্পত্তির জন্য অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার তার কার্যালয়ে নোটিশের মাধ্যমে গতকাল উভয় পক্ষকে ডেকে আনেন। পরবর্তীতে উভয় পক্ষের কাগজপত্র দেখে তিনি তাদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে উভয় পরে মধ্যে বিরোধপূর্ণ বিষয়টি সমঝোতার মাধ্যমে নিস্পত্তি করা হয়। দখলকারী ফটিক মিয়া গং অভিযোগকারী রাজিয়া খাতুনের দখলকৃত ভূমি ফিরিয়ে দিতে সম্মতি প্রদান করেন এবং উভয় পক্ষ অঙ্গীকার করেন এরপর একে অপরের বিরুদ্ধে কোন প্রকার বিরোধে জড়াবেনা এবং এই নিয়ে উভয় পক্ষই এখন থেকে কোন প্রকার দরখাস্ত বিভিন্ন দপ্তরে দাখিল করা বা মামলা মোকাদ্দমায় জড়াবেন না। উভয় প স্ব স্ব অবস্থানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ নিজ বাসায় বসবাস করবেন মর্মে অঙ্গীকার করে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। এর মাধ্যমে হবিগঞ্জ শহরের পরিচিত মুখ, হাঁস মোরগ বিক্রেতা গরিব ও অসহায় একটি মহিলা ফিরে পেল তার বেদখলীয় ভূমি। এ বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম।


     এই বিভাগের আরো খবর