,

নবীগঞ্জের আফিয়ার ক্ষতিপুরনের ৩৬ লাখ টাকা পায়নি তার পরিবার

শাহ সুলতান আহমেদ ॥ সৌদি আরবে সড়ক দূর্ঘনায় নিহত নবীগঞ্জের আফিয়া বেগমের ক্ষতিপুরনের ৩৬ লাখ টাকা পায়নি তার পরিবারের সদস্যরা। এটাকা কোন হদিস পাচ্ছে না ক্ষতি গ্রস্থদের পরিবার। এনিয়ে অভিযুক্ত আত্বসাতকারীদের রোশানলে পড়েছে হত দরিদ্র আফিয়ার পরিবার। তারা এব্যাপারে গত সোমবার রাতে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক কামার গাঁও গ্রামের মোঃ আলতাব আলীর কন্যা আফিয়া বেগমকে বিগত ২০১৭ সালে আদম ব্যবসায়ী আব্দুল কাইয়ূম সেলিমের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয়। এর পর তিন মাসের মাথায় ২০১৭ সালের ১১ নভেম্বর আফিয়া বেগম সৌদি আরবে সড়ক দুর্ঘনায় মারা যান। মারা যাওয়ার পর সেখানে আদালতে মামলা হয়। ঐ আদালতে তাকে তিন হাজার রিয়াল ক্ষতিপূরন দেয়ার রায় হয়। কিন্তু তার কোন আত্বীয় স্বজন না থাকায় এ ক্ষতিপুরন পাচ্ছিছিলেন না। এক পর্যায়ে তাদের এলাকার কায়স্থগ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদির শামীমকে আফিয়ার ভাই আব্দুল খালিক হবিগঞ্জ কোর্টের মাধ্যমে এফিডেভিট করে ক্ষতিপুরনের টাকা উত্তোলনের দায়িত্ব প্রদান করেন। আব্দুল কাদির শামীম এফিডেভিটের মাধ্যমে ক্ষমতা পেয়ে সৌদির আরবের আদালত থেকে আফিয়ার ক্ষতিপুরন বাবদ ১৫ হাজার রিয়াল উত্তোলন করেন।  সৌদির রিয়াল হিসার মতে বাংলায় প্রায় ৩৬ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু আফিয়ার পরিবারকে কোন টাকা না দিয়ে আব্দুল কাদির শামীম সৌদি আরব থেকে পর্তুগালে চলে যায়। বিষয়ে তার গ্রামের বাড়িতে বিচার প্রার্থী হলে তার ভাই আব্দুল কাইয়ূম সেলিম, তার পুত্র বাবু মিয়া আব্দুল কাদির শামীমের পুত্র ফাহিম এবং আব্দুর রউফের পুত্র হাসান আলী তারা নানা রকম হুমকি দিয়ে এবিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তারা অসহায় হয়ে পড়ে নবীগঞ্জ থানায় জিডি এন্ডি করেন। এব্যাপারে আফিয়ার ভাই আব্দুল খালিক বলেন, আমার বোন কে আব্দুল কাইয়ূম সেলিম বিদেশে পাঠায়। পরে তার ভাইয়ের মাধ্যমে ক্ষতি পুরন তুলে সম্পূর্ন টাকা আত্বসাৎ করেছে। আমাকে তারা এখন এলাকা ছাড়া করার জন্য হুমকি দিয়েছে। আমি অসহায় পথে পথে ঘুরে ভেড়াচ্ছি। বোনের ১ ছেলে ২ মেয়ে মানুষের বাড়ি কাজ করে খায় আর তাদের  মায়ের টাকায় বড় লোক হয়েছে সেলিম। এব্যাপারে আব্দুল কাইয়ূম সেলিম এর সাথে যোগাযোগ করা হলে বলেন, আমি কোন টাকা আত্বসাত করি নাই। আমার ভাই টাকা তুলেছে প্রমান দিতে পারলে আমি সম্পূর্ন টাকা দিয়ে দিবো। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া কিছু না।


     এই বিভাগের আরো খবর