,

নবীগঞ্জে আগুনে পুড়ে কৃষকের ৭টি গরুসহ ২টি ছাগল পুড়ে ছাই

মোঃ ছাদিকুল ইসলাম ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে কৃষক মোঃ জাফর মিয়ার গোয়ালঘরে রাতের আধারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এ সময় ৭টি গরু ও ২টি ছাগল পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষক মোঃ জাফর মিয়া। ঘটনাটি ঘটেছে গত মঙ্গঁলবার দিবাগত গভীর রাতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের মৃত মখলিছ উল্লার পুত্র কৃষক মোঃ জাফর মিয়া ওই রাতে প্রতিদিনের ন্যায় গোয়ালঘরের বাহিরে তালাবদ্ধ করে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াইটার দিকে তাদের গোয়ালঘরে আগুনের লেলিহান শিখা ও শব্দ এবং গরুর ডাক শুনতে পান। তখন পাগলের মতো ঘুম থেকে উঠে তিনি শোর  চিৎকার করে ঘর থেকে বেড়িয়ে দেখতে পান তার গোয়ালঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং ঘরের ভেতরে গরুর কোন শব্দ শুনা যাচ্ছেনা। মুহুর্তের মধ্যে আগুনে ছাঁই হয়ে যায় ঘরের ভেতরে বাঁধা অবস্থায় থাকা ১টি ষাড় ৪টি গাভী ২টি বাচুর সহ ৭টি গরু এবং ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসী কৃষক জাফর মিয়ার চিৎকার শুনে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও গবাদি পশু গুলোকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় কৃষক মোঃ জাফর মিয়া বলেন, তার সন্দেহ হয় গ্রামের প্রতিপক্ষ একটি কুচক্রী মহল ঘরের তালা ভেঙ্গে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়ে তার এত বড় ক্ষতি করেছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।


     এই বিভাগের আরো খবর