,

হবিগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি সংগঠিত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ডাক্তার নার্স ও অন্যান্য কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র জানায়, সদর হাসপাতালের ডাক্তার মোঃ আরশেদ আলী ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা উত্তোলন করে হাসপাতাল কোয়ার্টারে বাসায় নিয়ে রাখেন। গতকাল বৃহস্পতিবার  সকাল ৯ টায় হাসপাতালে ডিউটিতে আসেন। হাসপাতালের কাজ শেষে দুপুরে বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন তার দেড় লক্ষ টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে সদর থানায় খবর দিলে এসআই সাহিদ মিয়া ঘনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালের কর্মচারীরা জানান, হাসপাতাল প্রাঙ্গণে সন্ধ্যা নামলেই মাদকসেবী, বখাটে, দালাল, ভাসমান পতিতাদের উৎপাত শুরু হয়। এ নিয়ে অনেকবার তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘঁনাও ঘটেছে। তাদের উৎপাতে ডাক্তার-নার্সরা নিরাপদে আসা-যাওয়া করছে পারছে না। এমনকি হাসপাতালে আগত সেবা প্রত্যাশীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। চুরিরর ঘঁনায় ডাক্তার আরশেদ আলী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। তবে ধারণা করা হচ্ছে তার কাছের লোকই ঘটনাটি ঘটাতে পারে। সদর থানার ওসি মাসুক আলী জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।


     এই বিভাগের আরো খবর