,

নবীগঞ্জে ‘টাইম একাডেমি’ এর কার্যক্রম শুরু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের অর্ন্তগত দক্ষিণগাঁও ইমামবাঐ গ্রামে স্থাপিত ‘টাইম একাডেমি’ এর কার্যক্রম শুরু কল্পে স্থানীয় ভূমিহীন বাজারে এলাকার সর্বস্তরের লোকজনকে নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বী সুন্দর আলীর সভাপতিত্বে ও মোঃ লিটন মিয়ার পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘টাইম একাডেমি’র প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া। এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ লোকমান মিয়া, বিশিষ্ট মুরুব্বী সুন্দর আলী, হাজী সুনাপর উল্লাহ, মোঃ তালেব উদ্দিন, মাস্টার বাছিত মিয়া চৌধুরী, মোঃ আবুল হোসেন, ছানু মিয়া। সভায় উপস্থিত ছিলেন হাজী আব্দুস সুবান, মোঃ মনর উদ্দিন, আব্দুল গণি, আব্দুল্লা মিয়া, মোঃ আবাস আলী, সোলেমান মিয়া, বশির মিয়া, আব্দুল হান্নান, ছুলু মিয়া প্রমুখ। উক্ত সভায় বক্তাগণ ও সর্বস্তরের জনতা বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে ‘টাইম একাডেমি’ স্থাপনের উদ্যোগ নেয়ায় উচ্ছাস প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে সকলে স্বতস্ফুত সহযোগীতার ঘোষণা প্রধান করেন। বক্তাগন তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত এলাকার সন্তানদের জন্য এই প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোক্তাদের ভূয়শী প্রশংকা করেন। পরিশেষে সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি করেন। উল্লেখ্য, ২০২০ শিক্ষাবর্ষে নার্সারী এবং ১ম শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। ভর্তি শুরু ১লা সেপ্টেম্বর ২০১৯ইং থেকে ২০২০ সালের ১লা জানুয়ারী পর্যন্ত। ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে বিদ্যালয়ের নিজস্ব পোশাক দেয়া হবে। যোগাযোগের নম্বর ০১৭৪০০৭১০০২।


     এই বিভাগের আরো খবর