,

হবিগঞ্জে অপহৃতাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝঁড়

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া (বড়পুতা) গ্রামের মকসুদ আলীর কন্যা রুনা আক্তারকে আলোচনা-সমালোচনা ঝঁড় উঠেছে। এটি অপহরণ না প্রেমের টানে পশ্চিম পাড়ার হিরা মিয়ার পুত্র এখলাছ মিয়ার হাত ধরে পালিয়ে এসে আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে এ নিয়ে এক সাপ্তহ ধরে কানা- ঘোষা বিরাজ করছে। রুনা আক্তারের পিতা মকসুদ আলী। অপহৃতার পিতা মকসুদ আলী জানায়, আসামী এখলাছ মিয়া তার বাড়িতে আসা যাওয়ার সুবাদে তার মেয়ের সাথে পরিচয় হয়। এবং পরে সে তার মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের জন্য তাকে অপহরন করে। এ ব্যাপারে তিনি গত ৫ সেম্পেম্বর হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপরদিকে ধৃত আসামী এখলাছ মিয়ার সাবেক স্ত্রী অঞ্জণা বেগম বলেন, ‘ আমার স্বামীর সাথে ওই মেয়ে (রুনা)’র অনৈতিক সম্পর্ক লক্ষ্য করায় আমি আমার স্বামীকে ডির্ভোস দিতে বাধ্য হই। আমার একটি মিম আক্তার ৩ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। আমি অনেক চেষ্টা করেছি আমার স্বামীকে সৎ পথে ফিরিয়ে আনতে, তবে পারিনি। পরে খোঁজ-খবর নিতে জানতে পারলাম রুনার সাথে পূর্বে ও বর্তমানে আরও যুবকের সখ্যতা রয়েছে। ছেলের প্রেমের ফাঁদে ফেলে নানা নাটক সাজিয়ে ফায়দা হাসিল করে। তার রুনার কল লিস্ট সংগ্রহ করলে তা পরিস্কার বেড়িয়ে আসবে’।


     এই বিভাগের আরো খবর