,

ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ

নবীগঞ্জে তদন্ত ওসিকে কুপিয়ে রক্তাক্ত করলো সন্ত্রাসী মুসা

এসআইসহ আহত ৩ ॥ গুরুতর আহত অবস্থায় ওসিকে সিলেট প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী এবং নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও এসআইসহ দুই কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা নবীগঞ্জ শেরপুর সড়কের সালামতপুর এলাকায় মাদক ব্যবসায়ী শাহ সোহান আহমেদ মুসা’র নেতৃত্বে তার দলবল স্বশস্ত্র অবস্থায় সড়কে মহড়া দিয়ে বিভিন্ন সিএনজিতে তল্লাশী চালায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছালে মুসার নেতৃত্বে পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালায়। এ সময় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ ও এস.আই ফখরুজ্জামানকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে গুরুতর আহত করা হয়। তাদের হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতের চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে মুসার বোনসহ ৩ জনকে আটক করা হয়েছে।

সন্ত্রাসী শাহ সোহান আহমেদ মুসা'র ফাইল ছবি

সন্ত্রাসী শাহ সোহান আহমেদ মুসা’র ফাইল ছবি

এমনকি মাদক ব্যবসায়ী মুসা আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন হত্যাসহ বিভিন্ন মামলার আসামী। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ সরজমিন পরিদর্শন করেন। নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালালে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর