,

চুনারুঘাটে ফুটবল টুর্নামেন্ট খেলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় দুইদল খেলোয়াড়দের মাঝে বাকবিতন্ডায় ত্রি-মূখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল খেলার মাঠে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন উপজেলার উবাহাটা ইউনিয়নের ইমরান মিয়া (১৬), ওয়াজিদুর রহমান (১৭), আনোয়ার (১৮), সাইফুল ইসলাম (২০) বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায় প্রতিদিনের ন্যায় ৩য় দিনের খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহন করে চুনারুঘাট পৌরসভা বনাম ৭নং উবাহাটা ইউনিয়ন। খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভুলবোঝাবুঝি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দুইদলের খেলোয়াড়দের সমাধান করে পূনরায় খেলা শুরু হয়। খেলা শেষে বিক্ষোভদ্ধ খোলোয়াড়সহ তাদের সমর্থকরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় চুনারুঘাটের সকল প্রকার যানবাহন আটক করে দেয় এবং পৌর শহরের লোকজনকে মারধর করে। এ সময় তাদের হামলায় জনসাধারণ সিএনজি শ্রমিকসহ মমিনপুর সৈয়দ নবাব আলীর পুত্র শ্রমিক নেতা সৈয়দ লিংকন (২৫) কে বেধরক পিঠিয়ে গুরুতর জখম করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে উত্তেজিত জনতা যান চলাচল বন্ধ করে দেয়। এতে নতুন ব্রীজ এলাকায় প্রায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুইদলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর