,

পদ হারালেন ছাত্রলীগের সভাপতি শোভন ও সম্পাদক রাব্বানী

সময় ডেস্ক ॥ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানী। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ান জয় এবং লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সর্বশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কমিটি বাতিলের নির্দেশ দেন। গণভবনে আওয়ামী লীগের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, শোভন-রাব্বানীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে ছাত্রলীগের বর্তমান কমিটি বহাল থাকবে। পদাধিকার বলে আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট হওয়ায় সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর লেখক ভট্টাচার্য এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থাকায় তিনিই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। তারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদেরকে দ্রুততম সময়ে সম্মেলন করার তাগিদ দেয়া হয়েছে বলেও জানান কাদের।


     এই বিভাগের আরো খবর