,

বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শকদের উপস্থিতিতে বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাফরার হাওরে কালারডোবা থেকে নৌকা বাইচ শুরু হয়ে আতুকুড়ায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৯টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিটি নৌকায় মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়। বাইচে ফাইনালে উর্ত্তীন হয় বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের নৌকা ও রুইয়াল গ্রামের নৌকা। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আয়োজক কমিটি লটারী মাধ্যমে প্রতিযোগিতা শেষ করার সিদ্ধান্ত নেন। পরে লটারী রুইয়াল গ্রামের নৌকা চ্যাম্পিয়ন। ২য় স্থান অর্জন করে বাঘহাতা গ্রামের নৌকা এবং ৩য় স্থান অর্জন করে আতুকুড়া গ্রামের আব্দুল হেকিম এর নৌকা। প্রতিযোগিতা শেষে আয়োজন কমিটির সভাপতি ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সভাপতিত্বে এবং আবু বক্কর খানের পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবু কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাস, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উপদেষ্ঠা এড. মাসুদ করিম আখনজী, জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা ভুইয়া লাকী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ  শরীফ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী, এমপি আব্দুল মজিদ খানের ছেলে বাধন খান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র দাস। অন্যান্য মাঝে বক্তৃতা করেন প্রতিযোগীতার আয়োজক কমিটির সহ-সভাপতি আব্দুল হেকিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, নজরুল ইসলাম, সাংবাদিক এসএম সুরুজ আলী, মহিবুল হোসেন উজ্জল, তাহিরুল হক আখনজী, ইকবাল আহমেদ, মহিবুর রহমান খান, শাহাব উদ্দিন, শিপন মিয়া প্রমূখ। পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে এমপি মজিদ খান বলেন-নৌকা বাইচ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। আদিকাল থেকেই এ প্রতিযোগিতা হয়ে আসছে। কালের পরিবর্তনে এ প্রতিযোগিতা অনেক বিলপ্ত হওয়ার পথে থাকলেও আতুকুড়া গ্রামবাসী প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের জন্য তিনি সহযোগিতা করে যাবেন বলে ঘোষণা দেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন নৌকার মালিকের হাতে ১ম পুরস্কার হিসেবে ১টি ফ্রিজ,  রানার্সআপ নৌকাকে ১টি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও ৩য় স্থান অধিকারী নৌকাকে ১টি ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি পুরস্কার দেন। নৌকা বাইচ প্রতিযোগীতায় আতুকুড়া যুবকগণ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর