,

আজ থেকে শুরু পুরাতন খোয়াই নদীর উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জুয়েল চৌধুরী ॥ আজ সোমবার হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর উপর নির্মান করা বাসা-বাড়িসহ সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করা হবে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসক সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এ কথা বলেন। গতকালই উচ্ছেদ অভিযানের সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, আইন-শৃংখলা বাহীনি সদস্যসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিদ্যুৎ ও গ্যাস অফিসের কর্মচারীরাও উপস্থিত থেকে অভিযান চলবে। ইতিপূর্বে জেলা প্রশাসক সরেজমিনে ৬শ’ দখলদারের নাম তালিকাভূক্ত করে বিভিন্ন বাসা বাড়িতে লাল চিহ্ন দিয়েছেন। মাছুলিয়া থেকে শুরু করে হরিপুর পর্যন্ত পুরাতন খোয়াই নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে উচ্চ আদালতের মামলায় নিষেধাজ্ঞা থাকলে কাগজ পত্র দেখে সঠিক হলে বিবেচনা করা হবে। তাছাড়া কোন সরকারী প্রতিষ্ঠান অথবা মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির সাথে আলাপ আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। তবে নদীর উপর অবৈধ স্থাপনা কাউকেই ছাড় দেয়া হবেনা। ইতিমধ্যে অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেন। যতদিন সময় লাগে সকল অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পাশাপাশি যাতে কোন দূর্ঘটনা না ঘটে সেজন্য বিদ্যুৎ ও গ্যাস অফিসের কর্মচারীদের দিয়ে প্রথমেই সংযোগ বিচ্চিন্য করা হবে তারপর উচ্ছেদ অভিযান শুরু হবে। জানা গেছে, মাছুলিয়া থেকেই এস্কেভেটার, ভোলডোজারসহ বিভিন্ন সরঞ্জান দিয়ে উচ্ছেদের কার্যক্রম শুরু হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তবে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন অনেকেই।


     এই বিভাগের আরো খবর