,

SAMSUNG CAMERA PICTURES

শায়েস্তাগঞ্জে ভেঙ্গের ছাতার মত গড়ে উঠছে অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিনিধি ॥ উচ্ছেদের পর আবারো শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ভেঙ্গের ছাতার মত অবৈধ স্থাপনা গড়ে উঠতে শুরু করেছে। দখলদাররা সরকারী জায়গায় টিনের ছাপটা ঘর, ত্রিপাল ও আধা পাকা ঘরসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করে আসছে। আবার এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সযোগও রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ নতুন ব্রীজ এলাকার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো দখলদাররা এসব ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ব্যবসা করে আসছেন। আবার কেউ কেউ ভাড়া দিয়ে আসছেন। ব্যবসায়ী শাহ আলম, নুর আলী, আলামিন কামাল মিয়া জানান, সড়ক ও জনপদের অনুমতি নিয়ে আমরা ছোট খাটো ব্যবসা করছি। নির্দেশ পেলে উঠে যাবো। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় এসব অবৈধ দোকানে ব্যবসা করছেন দখলদাররা। তবে এলাকাবাসিদের ধারণা এসব দখলদারদের খুটির জোর কোথায়। মাত্র মাস খানেক আগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পুণরায় তারা ছোটখাটো ঘর নির্মান করে ব্যবসা করছে। এতে বুঝা সরকারের চেয়ে দখলদারদের ক্ষমতা বেশি।


     এই বিভাগের আরো খবর