,

জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদককে প্রকাশ্যে কুপানোর ঘটনায় মামলা দায়ের

জুয়েল চৌধুরী ॥ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী (৪০) কে প্রকাশ্যে কুপানোর ঘটনায় যুবলীগ নেতা দিলুয়ার খান ও তার বাহিনীর অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর যুবলীগের ৩ নং যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন বাদী হয়ে এ দিলুয়ার খাঁনকে প্রধান আসামী করে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আটক আসামী ইমন খান (২৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে পুলিশ। এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার রাতে জেলা যুবলীগের কার্যকরি পরিষদের এক জরুরী বৈঠকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার দুপুর ২ টায় শহরের চিড়াাকন্দি এলাকায় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায়কে একা পেয়ে উমেদনগর এলাকার সন্ত্রাসী দিলুয়ার খান ও তার বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তার আত্ম চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বিপ্লবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে খবর সাড়া শহরে ছড়িয়ে পড়লে শত-শত নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার্ড করা হয়। এদিকে, সন্ত্রাসী দিলুয়ার ও তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে বিকাল ৪ টায় থানার মুখ থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবর পাবার সাথে সাথে সদর থানার ওসির নেতেৃত্বে একদল পুলিশ দেলুয়ার ও তার বাহিনীকে ধরতে সাড়া শহরে ও তার বাড়িতে সাড়াসি অভিযান শুরু করে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দেলুয়ারের ভাই আলী ইমন খান (২৫) কে আটক করে পুলিশ।  সুত্র জানায়, পৌর যুবলীগের কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মাঝে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে  পৌর যুবলীগের ৪র্থ যুগ্ম-আহবায়ক দিলুুয়ার খান বিপ্লবের উপর হামলা করেছে।


     এই বিভাগের আরো খবর