,

দেবপাড়া ইউপি’র উপ-নির্বাচনে আলোচনায় এগিয়ে স্বর্ন পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান

সুমন আলী খাঁন ॥ নবীগঞ্জে জমে উঠেছে দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মাঠপর্যায়ে গণসংযোগে নেমে পড়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এসব প্রার্থীদের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপ-আলোচনা করতে দেখা যায়। নির্বাচনে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৫ সেপ্টেম্বর রবিবার যাচাই বাছাই শেষে ৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মনিরুজ্জামান। তাদের মধ্যে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীকে ভোটারদের মনজয় করতে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। রাতভর নির্ঘুম প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। সরজমিনে গেলে অনেকের সাথে আলাপকালে জানা যায়, আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই আভাস পেয়েই ইউনিয়নের সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। মাঠ পর্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকরা দিচ্ছেন বিভিন্ন পোষ্ট। আবারো দেবপাড়া ইউনিয়নবাসীর সেবা করার জন্য ভোটারদের পাশাপাশি সর্বস্তরের জনসাধরণের কাছে দোয়া চেয়েছেন পর পর নির্বাচিত ৪ বারের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। তিনি ১৯৮৪ সালে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি ইউনিয়নবাসীদের মনজয় করায় একাধারে ৪ বার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১১ ইংরেজী সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। এমনকি তিনি ১৯৯৩-১৯৯৪ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত হন। তিনি নবীগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য। এছাড়া তিনি গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। অনেকেই ধারনা করছেন সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম তার আগের কাজকর্মের দ্বারা আলোচনায় আসছেন আবারো। এদিকে অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় তৎপরতা দেখা গেছে। উক্ত নির্বাচনে অন্যান্য প্রার্থীরা হলেন উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এড. জালাল আহমদ (স্বতন্ত্র-ঘোড়া), ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী  (নৌকা), মরহুম এড. জাবিদ আলী চেয়ারম্যানের পুত্র ইউপি যুবলীগ নেতা শাহ রিয়াজ নাদির সুমন (স্বতন্ত্র-চশমা), মাওঃ ফখরুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র-মোটরসাইকেল)। উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবিদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর