,

ইনাতগঞ্জ বাজার সমিতি নির্বাচনে ফলাফলকে বেআইনি ঘোষণার নিমিত্তে ৭ জনকে ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার সমিতি নির্বাচন ২০১৮ইং এর দীর্ঘ ১৬ মাস পর নির্বাচনী ফলাফল ঘোষণা করায় উক্ত ফলাফলকে বেআইনি ভাবে ঘোষনা করায় সভাপতি প্রার্থী আমুন উদ্দিন হবিগঞ্জ সহকারী জজ আদালতে স্বত্ব মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে আদালত ৭ জনকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয় বাদীপক্ষ ১-৭নং বিবাদীগণ যাহাতে বেআইনিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী ঘোষিত হয়ে স্ব স্ব পদে যোগদান করিতে না পারেন অত্র মোকদ্দমা নিস্পত্তি না হওয়া পযর্ন্ত ১-৭নং বিবাদীগণ বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাঞ্জার আদেশ প্রদান করা হইবে তদমর্মে নোটিশ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে কারন দর্শানোর জন্য ১-৭নং বিবাদীগণকে নির্দেশ প্রদান করা হয়। বিবাদীগণ হলেন, দিলবার হোসেন, জামাল চৌধুরী, মোঃ নোমান হোসেন, ইজাজুল রহমান, সাজ্জাদুর রহমান, শাহানুর আলম ও তারেক হাসান। অবস্থাধীন বিষয়ে কারণ দর্শানোর নিমিত্তে আদেশ প্রদান করায় বিবাদীগণ যাহাতে স্ব স্ব পদে যোগদান করিতে না পারে বিজ্ঞ আদালতের আদেশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে ইনাতগঞ্জ ইউনিয়নে পরিষদের চেয়ারমান বজলুর রশীদ বরাবরে আবেদন করেছেন অভিযোগকারী ও সভাপতি প্রতিদ্বন্দ্বিতাকারী আমুন উদ্দিন ও সিরাজ উদ্দিন। উল্লেখ্য, গত ২৮/৪/১৮ইং তারিখে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপর প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান নির্বাচন সুষ্ট হয়নি অভিযোগ এনে হবিগঞ্জ জেলা প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনারের নিকট আবেদন দাখিল করেন। সম্প্রতি তিনি নির্বাচন সুষ্ট হয়েছে বলে ফলাফল ঘোষণা করেন। এ রায়ে যে সব প্রার্থীদের পরাজিত হিসেবে ঘোষণা করা হয়েছে তারা প্রহসনের রায় বলে অবহিত করে ফলাফল প্রত্যাখ্যান করে আদালতে মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর