,

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণে দেয়াল নির্মাণে কয়েকটি ভিটেবাড়ির রাস্তা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিনের দেয়াল নির্মাণ করায় পার্শ্ববর্তী ভিটেবাড়ি ও কয়েকটি ফার্ম্মেসী ব্যবসায়ীদের চলাচলে ভোগান্তিপোহাতে হচ্ছে। এমনকি দেয়াল নির্মাই কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় প্রশ্ন দেখা দিয়েছে। তড়িঘড়ি করে দেয়াল নির্মাণ করায় প্রায় ১৪/১৫টি পরিবারের চলাচল বন্ধ রয়েছে। অনেকে মনে করেছেন মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় সরজমিনে গিয়ে দেখা গেছে- ওই হাসপাতালের দক্ষিণ পার্শ্বে তড়িঘড়ি করে শ্রমিকরা পূর্ব ও পশ্চিমের জায়গা রেখে শুধু মধ্যখানের ভূমিতে দেয়াল নির্মাণের কাজে ব্যস্ত রয়েছে। এতে তার দক্ষিণের প্রায় ১৪/১৫টি ভিটেবাড়ির মালিকগণের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভিটেবাড়ির মালিক জানান তারা প্রায় কয়েক যুগ যাবত হাসপাতালের সীমানার দক্ষিণে পরিবার পরিজ্বন নিয়ে বসবাস করছেন। কিন্তু হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ দেয়াল নির্মাণ করায় তারা চলাচল করতে চরম হতাশায় রয়েছেন। তাদের পক্ষ থেকে আসবাবপত্র সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছেন। কিন্তু তাদেরকে মালামাল সরানোর সময় দেয়া হয়নি। অপরদিকে দেয়াল কাজের দায়িত্বপ্রাপ্ত মূল ঠিকাদার রফাদফার মাধ্যমে সৌরব নামের এক যুবককে কাজের দায়িত্ব দেয়ার পর সে মনগড়া নিম্মমানের সামগ্রী দিয়ে তড়িগড়ি কাজ করায় সচেতন মহলের মধ্যে কাজের গুনগতমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসক জানান-দেয়াল নির্মাণ করা প্রয়োজন, তবে দীর্ঘ প্রায় কয়েক যুগ যাবত কয়েকটি পরিবার হাসপাতালের সীমানার পার্শ্বে বসবাস করে হাসপাতালের রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। তাদেরকে মানবিকভাবে চিন্তা করে মালামাল সরানোর সময় দেয়া উচিত ছিল।


     এই বিভাগের আরো খবর