,

নবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি “বেসরকারী শিক্ষা জাতীয়করণ” বাস্তবায়ন চাই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বাংলাদেশ বেসকারী শিক্ষক কর্মচারি ফোরামের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে হীরা মিয়া গার্লস হাই স্কুলের হলরুমে ওই সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তন বাতিল, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বদলী প্রথা চালু করণ, তথা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বৈষম্য চাই না, নিজেদের ন্যায্য অধিকার চাই। সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে যে বই পড়ানো হয় আমরা ও সেই একই রকম বই পড়াই। তবে আমাদের বেলায় এত বৈষম্য কেন। এক দেশে তো আর দুই নীতি চলতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে সকল শিক্ষকদের মর্যাদা সমান করতে হবে। এই সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে এই সরকার অগ্রনী ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। শিক্ষকগণ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছেন। বিশেষভাবে তিনি সেদিন ঘোষনা করেছিলেন যে, পরবর্তী ১০ বছরের মধ্যে আমি বেসরকারী শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকতে বলেছিলেন “আমি ক্ষমতায় গেলে বেসরকারী শিক্ষকদেরকে তাদের দাবি আদায়ের জন্য কোন আন্দোলন করতে হবে না”। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সালে বেসরকারী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেন। আসন্ন ২০২০ সালের মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি “বেসরকারী এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ” বাস্তবায়ন করে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ আফজল হোসেন তালুকদার লিখিত বক্তব্যে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পূর্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে তাহিরপুর এন.ই আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী আক্কাছ মোল্লা, তাজ উদ্দিন কোরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন মিয়া, ইনাতগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক এ এস এম খলিলুর রহমান ভূইয়া, নহরপুর মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, আনজব আলী হাই স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, সহকারী শিক্ষক মনসুর আহমেদ আজাদ, দীঘলবাক উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন কাজিগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মোঃ শামসুল হক, মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সুপার নুরুল ইসলাম, সহ-শিক্ষক শিলাপদ দাশ, সহ-প্রধান শিক্ষক বদরুজ্জমান, সহ-শিক্ষক মোঃ আব্দুল তাজ, মোঃ আজগর আলী, ওবায়দুল হক, মোঃ কামরুল হাসান, জাকির হোসেন, সাজন মিয়া, শামস উদ্দিন, ফজলুল হক, মিজানুর রহমান, মোঃ সুমন হোসেন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর