,

শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা ২ স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর নামকস্থানে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিতে (অটোরিকশা) থাকা দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালক ও আরেক স্কুলছাত্র। গতকাল রবিবার সকাল  সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে। Dead byTrain1 (3) 1 নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের আরেক সিএনজি চালক সেলিম মিয়ার পুত্র সিয়াম মিয়া (৮) ও কামাল মিয়ার পুত্র সোহাগ (৭)। গুরুতর আহতদের মধ্যে সিএনজি চালক আলমগীর (৩৮) ও ছায়েমকে (৭) প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। নিহত দুই শিশু শায়েস্তগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের ২য় শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিন জন স্কুলছাত্র নিয়ে সিএনজিটি (অটোরিকশা) ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল।Dead byTrain1 (4)
এসময় সিলেটগামী সুরমা মেইল নামে লোকাল  ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সিয়াম নিহত হয় এবং সোহাগ সিলেট হাসপাতালে মারা যায়। এখবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে। গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে আজকে এই দুর্ঘটনাটি হতো না। এ ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর