,

নবীগঞ্জে দূর্গাপূজায় নিয়োজিতদের মধ্যে আনসার ও ভিডিপির ভাতার বিতরণ

সংবাদদাতা ॥ শারদীয় দূর্গাপূজায় বিভিন্ন পূজামন্ডপে নিয়োজিত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় ৯৮টি কেন্দ্রে ৪৪৮টি জন আনসার ভিডিপি সদস্য-সদস্যা নিয়োজিত ছিল। এতে ১২জন পিসি, ৯৭ জন এপিসি এবং ৩৩৯ জনে আনসার ও ভিডিপি (পুরুষ-মহিলা) সদস্যেদের মধ্যে সুষ্ঠুভাবে ভাতা বিতরণ সম্পন্ন করা হয়। প্রত্যেক পিসি/এপিসি নীট ২৬১০ টাকা এবং আনসার ভিডিপি সদস্য সদস্যাগণ নীট ২৩১০ টাকা ভাতা প্রাপ্য হন। ১০ টাকা রেভিনিউ ষ্টাম্প, ০৫ টাকার কল্যান মোট ১৫ টাকা কর্তন করে এ ভাতা প্রাপ্য হন। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ, আনসার ও ভিডিপি, হবিগঞ্জ জেলা কমিটির মাধ্যমে ভাতা বিতরণ করা হয়। এতে সভাপতি রানা বণিক, ইউএভিডিও বাহুবল সদস্য তানজিন আহমদ, ইউ.আই, হবিগঞ্জ সদর খাদিজা ইসলাম, ইউএভিডিও, বাহুবল ভারপ্রাপ্ত নবীগঞ্জ সদস্য মোঃ জাহেদ হোসেন, ইউ আই চুনারুঘাট  আব্দুল আওয়াল ইউ আই নবীগঞ্জ প্রমুখ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর