,

নয়া ওসি আজিজুর রহমানকে বরণ

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা

মতিউর রহমান মুন্না:: নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ থানা অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেন নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর হাতে দায়ীত্ব হস্তাস্তর করেন। উক্ত অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভ‚ইয়া। এ ছাড়াও থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত ওসি মোঃ আজিজুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তিনি ইতিপূর্বে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় দায়ীত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে ছিলেন। দায়ীত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে এস এম আতাউর রহমান দীর্ঘ ১৯ মাস সুনামের সহিত দায়ীত্ব পালন করেন পরে তাকে বদলি করে গোপালগঞ্জের ওসি সোহেল রানাকে নবীগঞ্জ থানার ওসির দায়ীত্ব দেয়া হয়। পরে হবিগঞ্জ জেলায় ওসি রতবদল হলে সোহেল রানাকে ডিবিতে আর ডিবির ওসি ইকবাল হোসেনকে নবীগঞ্জ থানায় ওসির দায়ীত্ব দেয়া হয়। যোগদানের পর থেকেই ওসি ইকবাল সুনামের সহিত দায়ীত্ব পালন করে বিভিন্ন শ্রেণীর লোকজনের মন জয় করতে সক্ষম হন। প্রায় ১ বছরের মাথায় ইকবাল হোসেনকেও বদলি করা হয়। ওসি ইকবাল হোসেন মামলা গ্রহনের চেয়ে নিস্পত্তিতে বেশি ভ‚মিকা রেখে নবীগঞ্জ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হন। সচেতন মহল প্রত্যাশা করেন নতুন ওসিও একই ভ‚মিকা পালন করে সকলের প্রিয় হবেন।


     এই বিভাগের আরো খবর