,

নবীগঞ্জের আইন-শৃংখলা কমিটির সভায় আলোচিত নারী মনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত গৃহীত

স্টাফ রিপোর্টার:: নবীগঞ্জের আলোচিত প্রতারক নারী ফরজুন আক্তার মনির বিভিন্ন অপরাধের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যা গতকাল সোমবারের সভায় দেয়া রেজুলেশনে প্রকাশ হয়েছে। ওই রেজুলেশন সূত্রে প্রকাশ, সভায় নবীগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘বিভিন্ন অপকর্মে জড়িত ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি এ মহিলার জেন্ডার পরীক্ষা করা প্রয়োজন আছে মর্মেও সভাকে অবহিত করেন।’ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম তার বক্তব্যে ‘কিছুদিন আগে ফরজুন আক্তার মনি কর্তৃক এক সাংবাদিক ও সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাকে জড়িয়ে যে মামলা করেছে তার তীব্র নিন্দা জানান।’ সভায় তিনি আরো বলেন, ফরজুন আক্তার মনি বিভিন্ন সময়ে ভ‚য়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে এবং সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অসংখ্য নারীকে ক‚রূচিপূর্ণ ম্যাসেজ দিয়ে যৌন হয়রানী করে এবং তার কথায় সাড়া না দেয়ায় সবার সাথে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। সে নিজেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তি এবং উচ্চ পদস্থ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন সহজ সরল মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা ও বেøক মেইল করে ফায়দা হাসিলের চেষ্টা করে। সাধারণ জনগন ভয়ে এসবের প্রতিবাদ করার সাহস পায় না। ফরজুন আক্তার মনি রহস্যজনক জীবন যাপন করছে উল্লেখ করে তিনি তার রহস্যময় জীবনাচার উন্মোচন করে তার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে অনুরোধ জানান।’ এ ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম তার বক্তব্যে ‘বিভিন্ন অপকর্মে জড়িত গ্রেফতারকৃত ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করায় নবীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। ’নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উল্লেখিতদের এসব বক্তব্যের প্রেক্ষিতে আলোচিত প্রতারক নারী ফরজুন আক্তার মনির বিভিন্ন অপরাধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর মিথ্যা স্ট্যাটাস এবং বিভিন্ন ভূয়া একাউন্ট খোলে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনের মামলায় ফরজুন আক্তার মনিকে গত ২২ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সমীর দাশ ফরজুন আক্তার মনির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। গত বৃহস্পতিবার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষে শুনানী করেন এড. শাহ ফখরুজ্জামান, এড. বদরু মিয়া ও তাজ উদ্দিন সুফিসহ ৭/৮ জন আইনজীবী। আসামী পক্ষে শুনানী করেন এড. আব্দুল মালেক হৃদয় ও এড. আবুল ফজল। আদালত পরিদর্শক আল আমিন রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর