,

শায়েস্তাগঞ্জ ব্যকস ৫ম কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯ শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত

মোঃ মোজাম্মেল হক:: শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) ৫ম কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯ শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২০/১০/১৯ইং রোববার সকাল ৯.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভাবে শায়েস্তাগঞ্জ প্রেসকøাবে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে রাত ৮ ঘটিকায় আনুষ্ঠানিক প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক জাহেদুল ইসলাম নিবাচনের ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে আবুল কাসেম শিবলু (ছাতা) প্রতিক নিয়ে ৩৫২ ভোটে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বদি¦ মোঃ শাহিন মিয়া (মোমবাতি) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬১ ভোট, সহ-সভাপতি পদে মোঃ মতিউর রহমান (রিস্কা) ৩৯৯, মোঃ আব্দুল করিম জুয়েল (টেবিল) ৩২১, মোঃ সোহেল আহমদ ভান্ডারী (বিমান) প্রতিক নিয়ে ৩০৯ ভোট নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মুকিত (মই) প্রতিক নিয়ে ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদি¦ মোঃ মতিউর রহমান ভোট পেয়েছেন ১৩০। যুগ্ম সম্পাদক পদে মোঃ ইয়াছির খান (হাতপাখা) প্রতিক নিয়ে ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে এজে টুটুল (চশমা) প্রতিক নিয়ে ২৪০ভোট পেয়ে নির্বাচিত হন কোষাধক্ষ্য পদে মোঃ তরিক উল্লাহ (প্রজাপতি) প্রতিক নিয়ে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ জামাল মিয়া বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আঃ রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান. শায়েস্তাগঞ্জ প্রেসকøাবের সভাপতি আ.স.ম আফজাল আলী, হাজী নুরুল ইসলাম তালুকদার সিতার মিয়া, অসিত দাস মন্টু, মোঃ ফিরুজুল ইসলাম, নওরোজ চৌধুরী, নির্বাচন কমিশনার মোঃ মুহিবুর রহমার, দীপক দাস, আলী হায়দার সেলিম, মইনুল হাসান রতন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর