,

হবিগঞ্জ সদর হাসপাতালে ২০ জন ডাক্তারের মধ্যে উপস্থিত মাত্র ৫ জন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাত্তারদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুদক কর্মকর্তারা। এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এরশাদর নেতৃত্বে একদল কর্মকর্তা। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা নিয়মিত উপস্থিত না থেকে প্রাইভেট ক্লিনিক বা ব্যাক্তিগতভাবে চিকিৎসা প্রদান করেন শুধু তাই নয়, হাসপাতালে আসা সেবা প্রত্যাশীদের সাথে অশুভনীয় আচরণসহ আরও নানা দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ সকল অভিযোগের অভিযান পরিচালনা করে দুদক। গতকাল ওই সময়ে দুদক কর্মকর্তারা কৌশলে সাদা পোষাকে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকরের মধ্যে মাত্র ৫ জন চিকিৎসককে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। তাও আবার তাদেরকে নিজ কক্ষে পাওয়া যায়নি। দুদকের অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে হাজির হন চিকিৎসকরা। এ সময় দুদক তাদের কাছে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নামাজসহ বিভিন্ন অজুহাত দেখান তারা। এ ব্যাপারে বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এরশাদ বলেন, ‘বেশ কয়েকদিন ধরে দুদক কর্মকর্তারা বিভিন্ন কৌশলে হবিগঞ্জ সদর হাসপাতালের বিষয়ে পর্যবেক্ষষণ করে। এ সময় ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাই এই অভিযান চালানো হয়েছে।’ এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্তাবধায়ক রতিন্দ্র চন্দ্র দেব জানান, এটা মেডিকেল কলেজের বিয়ষ, সেখানে এমনটা হতেও পারে। তবে আমাদের সেবার মান ভাল, সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে।


     এই বিভাগের আরো খবর