,

নবীগঞ্জে নব-গঠিত ইনসাফ সমবায় সমিতির আত্মপ্রকাশ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের লোকজনের সমন্বয়ে নব-গঠিত ইনসাফ সমবায় সমিতির আত্মপ্রকাশ ঘটেছে। ভ্রাতৃত্ব বোধ স্থাপন, দারিদ্র বিমোচন ও সামাজিক অবক্ষয় রোধে। এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ বাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সকল সদস্যগণের উপস্থিতিতে সর্বসম্মত্বিক্রমে উপদেষ্ঠা মন্ডলী এবং কার্যকরি কমিটি গঠন হয়। কমিটি গঠনকল্পে নবীগঞ্জ সবুজকুড়ি কিন্ডার স্কুলের সভাপতি রেজা আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আলী হাছান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির নীতি মালা প্রণয়ন, সমিতির উন্নয়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত সকল সদস্যগণের সর্বসম্মত্বিক্রমে উপদেষ্ঠা মন্ডলী গঠন করা হয়। প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ চৌধুরী, উপদেষ্টা আলী হাছান লিটন ও মোর্শেদ আহমেদসহ ৫ সদস্য বিশিষ্ট উদেষ্টা মন্ডলী। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজন রায়, সহ-সভাপতি সবুজ আহমেদ, আব্দুল হাই ও লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান, অলক রায় জীবন, তারেক খান ও সুজন দাশ, কোষাধ্যক্ষ আসিফ আকবর আনহার ও সহ কোষাধ্যক্ষ বিধু দাশ, সাংগঠনিক সম্পাদক সৌরভ চৌধুরী, আইয়ুব আহমেদ ও ইয়ান উদ্দিন নাম ঘোষণা করা হয়। সমিতির পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টা রেজা আহমেদ চৌধুরী জানান। বিশেষ দ্রষ্টব্য আগামী ৫ পাঁচ মাস সমিতিতে নতুন সদস্য অর্ন্তভুক্ত করা হবে।


     এই বিভাগের আরো খবর