,

বানিয়াচংয়ে এমপি ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইভ এন্ড সিক্স চ্যাম্পিয়ন

আনোয়ার হোসেন ॥ এড. আব্দুল মজিদ খান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফাইভ এন্ড সিক্স একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এতে রানার্সআপ হয়েছে রোজেস এলিভেন একাদশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সাবেক এড়ারিয়া মাঠ) খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রটারী সাহিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান এমপি বলেন, ফুটবল আমাদের দেশের একটি জনপ্রিয় খেলা। খেলাধুলা করলে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। বিশেষ অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমি নিজেই একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। এড. আব্দুল মজিদ খান এমপি’র আমন্ত্রনে মহাগ্রাম বানিয়াচং আসার সুযোগ পেয়েছি। এখানে না আসলে জানতেই পারতামনা অত্রাঞ্চলের মানুষ এতোটা ফুটবলকে ভালবাসেন। বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ পিপিএম বিপিএম বলেন আইভেরিকোষ্টে সেরা ফুটবল খেলোয়াড় দ্রগবা তাঁর দেশের গৃহযুদ্ধ নির্মূল করে ফেলেছে। একজন ভালো খেলোয়াড় একটি এলাকাকে বদলে দিতে পারে। তিনি বলেন খেলাধুলা মানুষের বিনোদনের পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিংসহ নানা অপকর্ম থেকে বিরত রাখে। আব্দুল মজিদ খান এমপি একজন খেলাপ্রেমী মানুষ। তার পৃষ্ঠপোষকতায় শান্তিপূর্নভাবে একটি বড় টুর্নামেন্ট শেষ হওয়ায় তাকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ক্রীড়া সংস্থার সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামান্ত প্রমুখ। উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহ্বায়ক এনামুল মুহিত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, জেলা পরিষদ সদস্য রৌশনারা ভূঁইয়া লাকী, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, ফাইভ এন্ড সিক্স একাদশের টিম ম্যানেজার মোত্তাকিন বিশ^াস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা ছায়েব আলী, বাবুল মিয়া, শাহজাহান মিয়া, আজমল হোসেন খান, ছোবেদ আলী, এড. আসাদুজ্জামান খান তুহিন, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এজেড এম উজ্জল, সেক্রেটারী রফিকুল আলম চৌধুরী রিপন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম অপু, ইমদাদ মিয়া, ৩নং ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী রায়হান মিয়া, ওমর শেখ জিতু প্রমুখ।


     এই বিভাগের আরো খবর