,

সমবায় রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে -এমপি মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রত্যয়কে সামনে রেখে নবীগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ, ইউপি আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পপকর্মকর্তা ডাঃ আব্দুস  সামাদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, কৃষি কর্মকর্তা এ.কে এম মাকসুদুল আলম, সাংবাদিক সরওয়ার শিকদার, সেলিম তালুকদার, এম. মুজিবুর রহমান, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান তছনু, ছনি চৌধুরী, শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিমাদ্রী শেখর দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, উপজেলা সমবায় প্রধান অফিস সহকারী নয়ন মনি সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ প্রমুখ। সমবায়ে নানান অবদানের স্বীকৃতি সরুপ নবীগঞ্জ উপজেলায় আরুয়া কলকলিয়া পাবসস লিঃ এর সভাপতি মোঃ শফিকুর রহমানকে শ্রেষ্ট সমবায়ী হিসেবে পুরস্কারের পাশাপাশি শ্রেনী ভিত্তিক উল্লেখিত ৫টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বেতাপুর সার্বিক সমবায় সমিতি লিঃ, প্রসিড বহুমুখী সমবায় সমিতি লিঃ, আইডল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, আরুয়া কলকলিা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, মিল্লিক সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষক সমবায় সমিতি লিঃ। এছাড়া উক্ত সমবায় দিবসে শেভরন, ব্র্যাক, আইডিয়ার পৃষ্টপোশকতায় পরিচালিত ২৮টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মধ্যে ৫টি সমবায় সমিতিকে সমবায় আইন, বিধি প্রতিপালন, সুষ্ট ব্যবস্থাপনার জন্য উদীয়মান সমিতি হিসেবে উৎসাহমূলক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে চানপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, মিনাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, প্রজাতপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, করিমপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ পিরিজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ। উপজেলা সমবায় অফিসার জানান উপজেলায় বিভিন্ন ক্যাটাগড়িতে ২৩৬টি সমবায় প্রাথমিক সমবায় সমিতি রয়েছে যা আর্থিক প্রতিষ্টান হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মিলাদ গাজী বলেন, সমবায় আত্মসামাজিক তথা দেশ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর সমবায় আন্দোলনকে জোড়দার করার উদ্যোগ গ্রহন করেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের জন্য সমবায়ের গুরুত্ব উপলদ্ধি করে যুবকরা সমবায়ের দিকে ঝুঁকতে শুরু করেছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন আগামীতে উপজেলায় কৃষি সামগ্রী বিতরণের ক্ষেত্রে সমবায় সমিতিকে অগ্রাধিকার দেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর