,

দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবন থাকবে না -প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাস রুম। আন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতসব আয়োজন। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবন থাকবে না। বাংলাদেশের যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন আছে, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ করা হবে। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও বলেন সূদূর প্রবাসে থেকেও দেশের উন্নয়নে অনেকে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের পূর্বে প্রতি মন্ত্রী মোঃ জাকির হোসেন ফিতা কেটে নব-নির্মিত একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন।  যুক্তরাজ্য শাখার লেষ্টার আওয়ামীলীগ সভাপতি সৈয়দুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ও আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিত-বিন-হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, এড. গতি গোবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ হোসিয়ার আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজি এম মোঃ আলীবর্দী খান সুজন, ডাঃ ইমরান আহমেদ, চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা বেগম, সহ-সভাপতি শাহিনূর আক্তার পান্না, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহনূর আলম ছানু, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,  সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিতুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লোকমান আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এন আলী এহিয়া। সভাপতির বক্তব্যে সৈয়দুর রহমান সাঈদ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল প্রবাসীসহ দেশের সকল জনগণকে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান এবং দেশের উন্নয়ন করতে হলে সবাইকে পরিশ্রমি হতে হবে।


     এই বিভাগের আরো খবর