,

হবিগঞ্জে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এর ছড়া-ছড়ি

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ট্রাভেলসে বাড়ছে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স ছড়া-ছড়ি। এতে করে বিভিন্ন অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকিঁ দিয়ে গাঁ ডাকা দিতে সহজেই বিদেশে পালাতে সক্ষম হচ্ছে। বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন ট্র্যাভেলসে অভিযান চালায়। তবে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীর দোকান বন্ধ পাওয়া যায়। তবে বাণিজ্যিক এলাকায় শংকর মূখে ইডেন ট্রাভেলসে অভিযান চালিয়ে মালিকসহ ৪ প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের জাল শীল, জন্ম নিবন্ধন জব্দ করা হয়। পুলিশ জানায়, আইন অনুযায়ী কেউ বিদেশে ভ্রমণ করতে হলে তাকে স্থানীয় পুলিশ কর্তৃক সরকারী ফি জমাদানের মাধ্যমে পক্রিয়া অনুযায়ী তদন্ত করে তাকে ক্লিয়ারনেস প্রদান করা হয়। ট্রাভেলসে আসা সেবা প্রত্যাশীরা জানান, ট্রাভেলস মালিকদের এসব অপকর্মের সাথে পাসপোর্ট অফিসের অসাধু কর্মচারীরা ও জড়িত রয়েছে। তারা নিজেরা পাসপোর্ট তৈরি করে অফিসের কর্মচারীরা কৌশলে ২নং পুল এলাকার বিভিন্ন ট্রাভেলসে পাঠায়। আটককৃতরা হলেন ইডেন ট্রাভেলসের মালিক মিতুল রঞ্জন দাসের পুত্র মনি ভুষণ দাস। তার সহযোগী তোফায়ের আহমেদ ও শিপন মিয়া এবং বেলাল মিয়া। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর