,

আবু জাহির এমপি’র বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়রসহ পৌর পরিষদের সদস্যবৃন্দ

সংবাদদাতা:: হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা এড. মোঃ আবু জাহিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়রসহ পৌর পরিষদের সদস্যবৃন্দ। এক বিবৃতিতে পৌর পরিষদের পক্ষ হতে বলা হয়, এড. মোঃ আবু জাহির হবিগঞ্জ-৩ আসন হতে পর পর ৩ বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ব্যাপক উন্নয়ন ও জনপ্রিয়তার কারনে এড. মোঃ আবু জাহির এমপি’র বিরুদ্ধে ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁর মানহানির চেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলশ্রæতিতে কুচক্রী মহলের অপচেষ্টায় সংসদ সদস্যের সুনামক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে মানহানিকর মামলা করা হয়। পৌর পরিষদের সদস্যবৃন্দ এ মামলার তীব্র নিন্দা করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল।


     এই বিভাগের আরো খবর