,

হবিগঞ্জে ভুয়া স্বামী-স্ত্রীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের আবাসিক এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয়ে অসামাজিক কার্যকালাপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজনগর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ভুয়া স্বামী-স্ত্রীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তখন দুজন কলগার্ল পালিয়ে যায়। এ রসালো ঘটনাটি নিয়ে তুলপাড় শুরু হয়েছে। আটককৃতরা হল বানিয়াচঙ্গ সদরের শরীফখানী গ্রামের মৃত আব্দুস সাত্তার সর্দারের পুত্র বানিয়াচং থানার পুলিশের সোর্স পরিচয়দানকারী হাফিজুর রহমান সুমন (৩০) ও একই উপজেলার কুশিয়ারতলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার কন্যা দুবাই ফেরত আসা গৃহকর্মী শিল্পী আক্তার (২৫)। গতকাল শুক্রবার দিনভর থানায় তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য জনপ্রতিদিরা বিভিন্ন মহলে দৌড়ঝাপ করে অবশেষে ব্যর্থ হয়ে কোন সুরাহা করতে না পেরে বাড়ি ফিরেন। পুলিশ জানায়, ওই এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছে। তাদের আস্তানায় আন্তঃ জেলা কলগার্লরা এসে অংশ গ্রহন করত। এ ব্যাপারে সদর থানার এসআই সাহিদ মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল শুক্রবার তাদের আদালতে প্রেরণ করেন। পুলিশ জানায়, প্রতিদিন সন্দেহজনক ফ্ল্যাট বাসা ও আবাসিক হোটেল গুলোতে অভিযান চলবে। প্রকৃত স্বামী-স্ত্রীরা বিবাহের প্রমাণাদি নিয়ে হোটেলে অবস্থানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর