,

নবীগঞ্জের দিনারপুরে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১১ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় জেলা আইন শৃংখলা কমিটির উপদেষ্টা এড. মোঃ আবু জাহির এমপি বলেন, শহরের প্রধান সড়কে ক্লিনিক থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন জেলা সদরে আসা রোগিদের বহনকৃত যানবাহনের চলাচলে এ যানজট বৃদ্ধি করছে। এমতাবস্থায় যানজট নিরসনে শহরের প্রধান সড়কে থাকা ক্লিনিক গুলো নতুন স্টেডিয়ামে স্থানান্তর করলে কিছুটা হলেও যানজট নিরসন হবে। তিনি আরও বলেন, বিভিন্ন দোকানের সামনে সাইন বোর্ড রাখা হয়। ওই কারনেই অনেকটা যানজটের সৃষ্টি হয়। তাই এসব সাইনবোর্ড অপসারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। শহরের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকা দরকার। শহরবাসীর প্রাণের দাবী দান্দনিক শহর গড়তে সকল একযোগে কাজ করতে হবে। এমপি আবু জাহির আরও বলেন, অবৈধ টমটম চলাচল বন্ধে পৌরসভাকে ব্যবস্থা গ্রহন করতে হবে। যানজট নিরসনে কিছু টমটম লাল সবুজ রং করে চিহ্নিত করে শহরের অন্যান্য সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি সভায় জেলা আইনশৃংখলা কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য বলেন, যদি প্রয়োজন ছাড়া কোন সদস্য উপস্থিত না হন তা হলে জেলা প্রশাসকের কাছে তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেন। এছাড়াও সভায় নবীগঞ্জের দিনারপুরে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন, যানজট নিরসনে শহর থেকে ক্লিনিক গুলো নতুন স্টেডিয়ামে স্থানান্তর, শহরে উচ্ছেদ অভিযান অব্যাহত, অবৈধ টমটম চলাচল বন্ধ করতে পৌরসভাকে নির্দেশ, দোকানের সামন থেকে সাইনবোর্ড সরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান, মহাসড়কে থাকা বালুর স্তুপ অপসারণে ব্যবস্থা নিবে প্রশাসন, জেলা সদর হাসপাতাল দালালমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ জেলা আইনশৃংখলা সভায় সকল সদস্যদের উপস্থিত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতীন্দ্র চন্দ্র, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাবৃন্দ।


     এই বিভাগের আরো খবর