,

নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেছেন, ‘শুধু শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদ-। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ তিনি স্কুলকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং পৌর পরিষদ-সহ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘সকলের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি একদিন মহাবিদ্যালয় হবে ইনশাল্লাহ। গতকাল  বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল আয়োজিত স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ‘বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার ৩নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম। বক্তব্য রাখেন শেখ শাহনূর আলম সানু, শিহাব আহমেদ চৌধুরী, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শেখ মোঃ জালাল উদ্দিন, অভিভাবক হেলাল আহমেদ ও দেবী রাণী দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন এবং পবিত্র গীতাপাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক শিল্পী মাহিষ্য দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত দাশ। সংবর্ধিত অতিথি সমাজসেবক শ্রী অবনী মোহন দাশের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কিশোর রায়, সহকারী শিক্ষক তাছলিমা বেগম, ইকবাল হোসেন, মুক্তা রায়, অভিভাবক দুলাল মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ সুহেল আহমেদ, মটাই, মনিকিশোর চন্দ মাখন, প্রতিভা রাণী দাশ, জয়া রাণী বৈদ্য, সুরমা বেগম, রিজিয়া বেগম, পারভিন, দিলারা, মাধুরী সরকার, রিচা সরকার, মমতা, জরিনা চৌধুরী, স্বপ্না ধাম, দিপ্তী সরকার, নিয়তি সরকার, কল্পনা সরকার, শেপালী দাশ, মনিকা রাণী সরকার, সুকৃতি রাণী, শিপ্রা রাণী সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা সামগ্রী এবং ২০১৭-১৮ইং তারিখে বৃত্তিপ্রাপ্ত ৬ জন ছাত্রছাত্রীকে সনদ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর