,

খেলাধুলার প্রসারে সকলে মিলে কাজ করতে হবে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, সুস্থ জাতি গঠনে শিশুদের দৈহিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এক সময় গ্রামাঞ্চলে মুক্ত মাঠ ও বড় বড় বিল-পুকুর ছিল। শিশুরা সেখানে মুক্ত মনে খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতো। তাদের রোগ-বালাই হতো কম। বড় হয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতো। হাসপাতালে দৌড়াতে হতো না, রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকায়। কিš’ এখন অনেকেই মাঠ নষ্ট করছে এবং জলাশয় ভরাট করে ফেলছেন। এতে করে নতুন প্রজন্ম মাঠমুখী না হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটায়। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধূলায় সম্পৃক্ত করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ফান্দ্রাইল নতুন বাজার খেলার মাঠে এমপি আবু জাহির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লুকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, আব্দুস সাত্তার তালুকদার, হাজী মিয়াধন মিয়া, আহাম্মদ আলী মেম্বার, আব্দল্লাহ চৌধুরী মেম্বার, লাউছ মিয়া চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, লিমন আহমেদ, হান্নান মিয়া চৌধুরী, মজলিশ মিয়া, সজল চৌধুরী প্রমুখ। টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। গতকালের ফাইনালে ট্রাইব্রেকারে ইনাতাবাদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যাত্রাবড়বাড়ি একাদশ। পুরো খেলা উপভোগ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি। খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ। মাঠে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। বিদেশী খেলায়াড়র অংশগ্রহণে খেলাটি হয়ে উঠে অত্যন্ত উত্তেজনাকর। খেলার পৃষ্টপোষকতায় ছিলেন ইংল্যান্ড প্রবাসী কামাল চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী হান্নান চৌধুরী।


     এই বিভাগের আরো খবর