,

মেজর জেনারেল এম.এ রব গবেষনা পরিষদের উদ্যোগে মেজর জেনারেল এম.এ রব ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মেজর জেনারেল এমএ রব গবেষণা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এমএ রব বীর উত্তম এর ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সুরবিতান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। মেজর জেনারেল এমএ রব গবেষণা পরিষদের সভাপতি জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ এবং সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল-এর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও হবিগঞ্জের মুখ এর সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী মোমিন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুল মোতালিব মমরাজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ কিম্মত আলী ও ব্যাংকার শেখ বদর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রওশন আরা ভূইয়া লাকী, মহিবুর রহমান চৌধুরী, সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, দপ্তর সম্পাদক ডাঃ শফী উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ কামাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান টিটু চৌধুরী, সাংস্কৃতি সম্পাদক রেবা চৌধুরী, সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাস্টার এমএ ওয়াহেদ, সমাজ কল্যান সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক জাওহাব মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রীনা, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ কাশেম, কার্যনির্বাহী সদস্য পিন্টু দাস, সৈয়দ শাহ দরাজ, মোঃ আব্দুল আহাদ ফুল মিয়া, কদ্দুছ আলী মনোহর, ক্বারী মোঃ আব্দুল জলিল, মোঃ সামছুজ্জামান, মোঃ ছমির উদ্দিন, ফরিদা আক্তার, মোঃ আব্দুল মান্নান, সাধারণ সদস্য ইফতেখার তরফদার তারেক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল, ইউনিটি ক্লাব অব হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জাকি, স্বেচ্ছায় রক্তদান এর প্রধান সমন্বয়ন রূপক ঘোষ প্রমূখ। পরে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানকে আহবায়ক করে জানুয়ারীতে মেজর জেনারেল এম.এ রবের জন্মশত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা হবিগঞ্জের কৃতি সন্তানদের নাম শুধু হবিগঞ্জেই নয়, সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তাদের নাম আলোচনা নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তি প্রজন্ম হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস, পুলিশ সুপার আরও বলেন, হবিগঞ্জের সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এম.এ রব মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছিলেন তা আজীবন আমাদের স্মরণ করতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ তার শুভেচ্ছা বক্তব্যে পাঠ্য পুস্তকে এম.এ রবের জীবনী তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এ অবস্থিত এম.এ রবের নামে গোলচত্ত্বর ও  গেইটটি সৌন্দর্য বর্ধনে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী ও হবিগঞ্জ টু নবীগঞ্জ আঞ্চলিক সড়কটি তাঁর নামে নামকরণ ও এম.এ রবের জন্ম-মৃত্যু বার্ষিকী সরকারী ভাবে পালনের আহ্বান জানান। সভা শেষে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরী’র মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর