,

নবীগঞ্জের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসানের নেতৃত্বে নবীগঞ্জ বাজার এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী লাল মিয়ার মুদি দোকান, ঝুনু পালের মুদি দোকান ও মাধুরী স্টোরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় দোকানগুলো থেকে প্রায় ১শ কেজি পেঁয়াজ উদ্ধার করে ক্রেতাদের কাছে ৬০ টাকা দরে বিক্রি করা হয়। পরে ঝুনু পালের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে মজুদকৃত কোন পেঁয়াজ পাওয়া যায়নি। বিকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে দত্ত টেডার্সসহ কয়েকটি মুদি দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা সময় দোকান ও গোডাউনে পেঁয়াজ পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে নবীগঞ্জ বাজার এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, লবণের দাম বাড়েনি। এটা একটা গুজব। যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর