,

বাহুবল যুবলীগের সাবেক সভাপতি কারারুদ্ধ অলি’র হার্ট এ্যাটাকের গুজব ॥ থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল যুবলীগের সাবেক সভাপতি কারারুদ্ধ অলিউর রহমান অলি’র হার্ট এ্যাটাকের গুজব ছড়িয়ে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে অলিউর রহমান অলি’র ভাতিজা আব্দুল মতিন বাহুবল মডেল থানা জিডি করেছেন। অলিউর রহমান অলি গত সোমবার করাতকল (লাইসেন্স) বিধিমালা- ২০১২ এর আওতায় মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে হবিগঞ্জ কারাগারে আছেন। পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বাহুবল সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক আহমেদের মোবাইল ফোনে হবিগঞ্জ কারাগারের দারোগা পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে। এ সময় ঐ অজ্ঞাত ব্যক্তি কারারুদ্ধ অলিউর রহমান অলি হার্ট এ্যাটাক করেছেন জানিয়ে অপর একটি মোবাইল ফোন নম্বর সরবরাহ করেন। উক্ত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে প্রফেসর ডা. শহিদুল ইসলাম পরিচয় দিয়ে বলেন, “অলিউর রহমান অলি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। তার হার্টের একাধিক ব্লক রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। ১০ মিনিটের মধ্যে ২০ হাজার টাকা না পাঠালে তাকে বাঁচানো যাবে।” এসব খবর দিয়ে তিনি একটি বিকাশ নম্বরও ম্যাসেজ দিয়ে পাঠান। এ খবরে নিমিষেই অলিউর রহমান অলির আত্মীয়-স্বজনরা মানসিক ভাবে ভেঙে পড়েন। তারা টাকা-পয়সা জোগাড় করে পাঠানোর প্রস্তুতি নিলে বাহুবল মডেল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর হবিগঞ্জ কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি জানান, খবরটি সম্পূর্ণ ভূয়া। অলিউর রহমান অলি সম্পূর্ণ সুস্থ আছেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর