,

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যেবোধ লালন করতে হবে_____পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম)। অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হকের পরিচালনায় এ সেমিনার শুরু হয়। বক্তব্য রাখেন কাউন্টার টেরিজম এন্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) মোঃ রহমত উল্ল্যাহ চৌধুরী (বিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রবিউল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, মহিলা কলেজের উপাধ্যক শাহনাজ পারভীন, উমেদনগর টাইটেল মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমেদ, জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কিবরিয়া আহমেদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের তানজিলা মেহেজাবিন, বৃন্দাবন সরকারি কলেজের রুহুল আমিন, শচীন্দ্র কলেজের তানভীর সিদ্দিকী তোহা, টেকনিক্যাল ইনস্টিটিউটের জহিরুল ইসলাম, পলি আক্তার, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাদিয়া আহমেদ। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি পুলিশ সুপার বক্তব্যে বলেন, সন্ত্রাস জঙ্গী দমনে ২৯টি কওমি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করেছেন। তিনি বলেন, তিনি হবিগঞ্জে যোগদানের আগে মামলা ছিল ২ হাজার ৭ শত যোগদানের পর এক বছরে মামলা দাড়িয়েছে ২ হাজার ১শ। এ বছরে মামলা কমেছে ৬ শত। তিনি সেমিনারে বলেন, বাঙ্গালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ লালন করতে হবে। সাথে দেশপ্রেম ও দেশাত্ববোধ জাগ্রত করতে হবে এবং জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। তারা দেশের এবং জাতির শুত্রু। বই পড়া, গান, আবৃত্তি, বিতর্ক, কিংবা খেলাধুলায় উৎসাহিত করতে হবে। সঠিক ও প্রয়োজনীয় ধর্ম শিক্ষা দেওয়া ও অন্য ধর্মকে শ্রদ্ধা করা। সাথে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা করতে হবে। সেমিনারের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ, সদর থানার ওসি মোঃ মাসুক আলী প্রমূখ।


     এই বিভাগের আরো খবর