,

মাধবপুরে পুলিশ চেকপোস্টে দূর্বৃত্তের হামলা ॥ এএসআই সহ আহত ৪

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। হামলায় এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুলিশ অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে। মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান, গত বুধবার রাতে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চুনারুঘাট থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল চেকপোস্ট পার হওয়ার সময় এএসআই জিয়াউর রহমানসহ পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। কিন্তু মোটরসাইকেল চালক না থামিয়ে চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের ওপর দিয়ে দ্রুত গতিতে পালাতে থাকে। এতে এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল সানোয়ার হোসেন, মোঃ আবুল ফায়েজ, ড্রাইভার মোঃ রুহুল আমিন আহত হন। এ সময় পুলিশ মোটরসাইকেলটি ধাওয়া করে নরসিংদী জেলার ব্রাহ্মণদি গ্রামের শেখ আবদুল কাদির মিয়ার ছেলে আবদুস সোবাহান (২৭), শিবপুর থানার সৈয়দের খোলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামী (১৯) কে আটক করে। তাদের তল্লাশি করে একটি ৭৬২ চাইনা পিস্তল, একটি ম্যগাজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুরুতর আহত পুলিশ সদস্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর