,

ঢাকা-সিলেট চারলেন প্রকল্পের টাকা ম্যানেজ হয়ে গেছে -পররাষ্ট্রমন্ত্রী

সময় ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের জন্য টাকা ম্যানেজ হয়েছে। এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক (এডিবি) এই টাকা প্রদান করবে। শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেরও উন্নয়ন কাজ চলছে। গতকাল রবিবার রাতে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এতে পররাষষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে দেশে অভ‚তপূর্ব উন্নয়ন করেছে। আগামী বছর মুজিববর্ষে পুরো বিশ্ববাসীর কাছে এই উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। তিনি বলেন, মুজিববর্ষেরর পরেই আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব পালন করা হবে। প্রতিটি জেলা-উপজেলায় ব্যাপক আয়োজনে এই উৎসব পালন করা হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের কমিটিতে যারা সৎ ও ত্যাগী নেতা তারাই মূল্যায়িত হবেন বলে এসময় মন্তব্য করেন মন্ত্রী। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা বিশ্বে এখন প্রশংসিত। দলের সভানেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন সর্বমহলে প্রশংসায় ভাসছে। এখন আওয়ামী লীগে বিএনপি-জামাতের লোক এসে প্রবেশ করতে পারে। সুতরাং দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি করে কারাগারে রয়েছেন। আর কোন দিন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলার যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর