,

দেশের উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে রাস্তায় আন্দোলন করতে দেওয়া হয়নি। পারিবারিকভাবেও জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়নি রাজাকার-আলবদরের উত্তরসূরীরা। এরপর দীর্ঘদিন জেলায় জেলায় ঘুরে দলকে আজকেই এই জায়গায় নিয়ে এসেছেন জাতির জনকের কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আজ অত্যন্ত সুসংগঠিত। দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। দেশে উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানন মর্তুজা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়াম লীগের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, আলাউদ্দিন প্রমুখ। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর