,

সদর উপজেলার তেঘরিয়াসহ বিভিন্ন স্থানে আবারও জমজমাট জুয়া আসর

তারেক হাবিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর ও দক্ষিণ তেঘরিয়াসহ বিভিন্ন স্থানে আবারও জমজমাট হয়ে উঠেছে জুয়া আসর। প্রতিদিনই এসব জুয়ার আসরে লেন-দেন হয় লাখ-লাখ টাকার। শুধু জুয়া-ই শেষ নয়, চলে মাদকসেবনসহ ভাসমান পতিতাদের নিয়ে রঙ্গলীলা। আর এসব আসরের মূল আকর্ষণ উঠতি বয়সের যুবকরা। আর এসব আসরের নেতৃত্ব দেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যাক্তিরা। বিনিময়ে তারাও পেয়ে থাকেন এ আসরের লভ্যাংশের বিরাট অংশ। আবার মাঝে-মাঝে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ঘটে বড় ধরনের সংঘর্ষও। প্রশাসনের নাকের ডগায় এসব হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জানা যায়, লস্করপুর ইউনিয়নের হাতিরথান টঙ্গির পুতায়, পৈল ইউনিয়নের হাওরে, উত্তর তেঘরিয়া গ্রামের খোয়াই বাধঁ, দক্ষিণ তেঘরিয়ার মাঠে আব্দুুল লতিফ, আজমান আলী, ভুট্টো মিয়া বারিক মিয়াসহ বেশ কয়েকজন জুয়ারীদরে নেতৃত্বে সদর উপজেলার প্রায় ২০টি স্পটে এসব জুয়ার আসর বসে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচাজ মোঃ মাসুক আলী জানান, জুয়ার ব্যাপারে সদর থানা খুবই তৎপর, জুয়ারীদের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। ইতিমধ্যে অনেককেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর