,

গ্রামাঞ্চলের দরিদ্র নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে -জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পরিবার কল্যাণ সপ্তাহ ২০১৯ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, জেলা পরিবার পরিকল্পা বিভাগের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, হবিগঞ্জ প্রেসকাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসকাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন-সঠিক ভাবে দায়িত্ব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন-আমাদের কাছে অভিযোগ এসেছে স্বাস্থকর্মীরা ঔষধ বাহিরে বিক্রি করছেন। এ অভিযোগে প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আরো বলেন- অঞ্চলের নারীদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে হবে। তাদেরকে বাল্যবিবাহ কুফল সম্পর্কে বুঝাতে হবে। আর বাল্যবিবাহ কোথাও হলে প্রশাসন তা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেবে। পরিবেশ রক্ষার জন্য বাহুবলের অবৈধ কয়েকটি ইটের ভাটা ভেঙ্গে ফেলা হয়েছে। চুনারুঘাটের বালু ও মাটি উত্তোলনে প্রশাসন অভিযান পরিচালনা করে বালু ও মাটি উত্তোলন বন্ধ করেছে। শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনসহ সরকারি জায়গা উদ্ধার অভিযান চলছে। অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালীন সময় সকলকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভায় বক্তারা বলেন- বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ মৃত্যু প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের ভলিষ্ট ভূমিকা রাখতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের দরিদ্র নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।


     এই বিভাগের আরো খবর