,

নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে বিধি বহির্ভূত সদস্য মনোনীত করায় সহকারী অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ গভর্ণিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্যের নিকট অভিযোগ দায়ের করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ আহমেদ জিহাদী। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য বিধি মোতাবেক ব্যাবস্থা নিতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ প্রদান করেছেন বলে জানাগেছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিধি মোতাবেক কোন ব্যাক্তি কলেজের প্রতিষ্টাতা সদস্য হতে হলে কমপক্ষে সত্তর হাজার টাকা এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা কলেজে প্রদান করতে হয়। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্টালগ্নে সাবেক মেম্বার মরহুম মোঃ আব্দুল মজিদ অকান্ত পরিশ্রম করেন। তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক তাকে প্রতিষ্টাতা সদস্য মনোনীত করার জন্য তার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। এই আইন বিধি মোতাবেক না হওয়ায় তৎকালীন জেলা প্রশাসক এবিএম ফজলুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হবিগঞ্জ ও সভাপতি ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ মরহুম আব্দুল মজিদ এর টাকা ফেরত প্রদান করেন। পরবর্তীতে কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন অধ্য (ভারপ্রাপ্ত) বেআইনিভাবে ও নিয়ম বহির্ভুতভাবে জনৈক আব্দুর রুপকে প্রতিষ্টাতা সদস্য হিসেবে মনোনীত করেন। কিভাবে এ কাজ করা হলো তা সুস্পষ্ট উল্লেখ নেই। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ ড. সজ্জিত সেন রায়ের মোবাইলে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়ার জন্য কলেজ অধ্যক্ষ কাছে অভিযোগটি প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ইনাতগঞ্জ এলাকায় তোলপাড় চলছে।


     এই বিভাগের আরো খবর